Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মো. মিজান উদ্দিন (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মো. ইদ্রিস মিয়া যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো: মিজান উদ্দিন উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দ্বিয়ারচর এলাকার মোস্তাক আহমদের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেতুয়া বাজার এলাকায় নাশকতাসহ কয়েকটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে ওসি’র নির্দেশে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার ও এএসআই মহিব উল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে
অভিযান চালানো হয়। অভিযানে মো: মিজান উদ্দিন নামে পরোয়ানাভুক্ত এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মিজান বিএমচর ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে রাজনৈতিক, নাশকতাসহ ৭টি মামলায় পরোয়ানা রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মিজান উদ্দিন নামে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামীকে বেতুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অপরাধ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

0Shares