👤 এম. মনছুর আলম, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ও ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় খাইরুদ্দীন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ঘাতক সাজ্জাদ হোসেন সুজন ও তার মা-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছিমারকাটা সিকাদার পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত আরিফ ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে ও অপর আহত খাইরুদ্দিন জামাল উদ্দিনের ছেলে। হতাহত দু'জনেই সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমারকাটা সিকাদার পাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে আরিফ হোসেন ও তার চাচাতো ভাই খাইরুদ্দীন সকাল দশটার দিকে ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে দু'জনেই কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (৩৬) ঘর থেকে ছুরি নিয়ে বের হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আরিফ ও খাইরুদ্দীনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওইসময় আহত আরিফের অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে দু'জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত আরিফকে মৃত ঘোষনা করেন এবং তার চাচাতো ভাই অপর আহত খাইরুদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ঘাতক সাজ্জাদ হোসেন সুজনসহ তার মা-বোনকে গ্রেপ্তার করছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আরিফ ও ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন সুজনের পরিবারের মধ্যে দীর্ঘ সময় ধরে জায়গা-জমির বিরোধ চলে আসছিল। মূলত জায়গার বিরোধ ও পূর্বশত্রুতার জের নিয়ে আরিফের সাথে সুজনের রাস্তায় তর্কাতর্কি সৃষ্টি হয়। তর্কের একপর্যায়ে সুজন বাড়ি থেকে ছুরি নিয়ে বের হয়ে এ হত্যার ঘটনাটি ঘটিয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক সুজনকে কৈয়ারবিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।