👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারীচালিত ইজিবাইক (টমটম) গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০মে) সকাল নয়টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল সড়কে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত কৃষক আবুল কাশেম ওই ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার আবুল শরীফের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গরু নিয়ে নিজের ফসলি খেতে যাচ্ছিলেন কৃষক আবুল কাশেম। এসময় তাকে পেছন থেকে একটি ইজিবাইক (টমটম) গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কৃষক আবুল কাসেমের মৃত্যু হয়।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কৃষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান বা সুরাহা করার চেষ্টা চলছে।