Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া মহাসড়কে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে কক্সবাজারমুখী আরেকটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি কাভার্ডভ্যানই খাদে পড়ে যায়। কাভার্ডভ্যানের পাঁচজন আহত হয়েছেন। আহতদের পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares