👤 যারিয়াতুল মোস্তফা, শিক্ষার্থী, এমএসসি (রসায়ন), চট্টগ্রাম কলেজ
রোদের চোখে ক্রোধ, যেন অনল ঝরে,
মাঠের ধারে গাছগুলো হাঁপিয়ে উঠে জ্বরে।
পাখিরা সব চুপচাপ, বসে বটের ছায়ায়,
রোদের আঁচে পুড়ে মাঠ,কোথাও নেই ঠাঁই।
তখনই আসে ফলের দল,
মিষ্টি মাখা রসালো হাসি,ঠান্ডা জল!
জ্যৈষ্ঠের নাম তাই রাখা হলো মধুমাস,
তরমুজ আর লিচুর রসে কমে হাঁসফাঁস।
আম হলো ফলের রাজা,মিষ্টির খনি,
কাঠাল খেতে ভারী মজা,মিষ্টি সুঘ্রাণের রাণী।
আনারস দেখতে কাঁটায় ভরা,তবু রসে টইটম্বুর,
পাকা বেলের শরবতে মন হয় ফুরফুর।
বাঙ্গি,পেপে পেটের যত্ন রাখে বেশ,
জামের রঙটা দ্যাখো, খেয়ে কাটেনা রেষ।
খেজুর আসে মরু অঞ্চলের পথ ধরে,
শসা থাকে গরমের সবজি বেশে সবার ঘরে।
রোদে পোড়ে গা,ঘামে ভিজে যায় জামা,
তবুও বসন্তের শেষে গ্রীষ্ম রাখে মধুর নামা।
কখনো কালবৈশাখী তাণ্ডব, কখনো রসে ভরা,
এই বাংলায় গ্রীষ্ম নিয়ে আসে মিশ্র রঙের ধারা।