👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক সিরাদিয়া এলাকায় মাছের ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ ইমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, ইমনসহ আরও কয়েকজন শ্রমিক মিলে একটি বেসরকারি চিংড়ি ঘেরে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ইমনের শরীরে আঘাত হানে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাছের ঘেরে মাটি কাটার কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।