
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বেসরকারি হাসপাতাল, ল্যাব, ফার্মেসি ও ভুয়া চিকিৎসকের চেম্বারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ল্যাব ও ফার্মেসিকে ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩জুলাই) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানাগেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনামতে চকরিয়া পৌরশহরের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল, ল্যাব, ফার্মেসি ও ভুঁয়া চিকিৎসকের চেম্বারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানকালে জমজম হাসপাতাল, শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব, লাইফ ডেন্টাল কেয়ার, বিভিন্ন ফার্মেসী ও ভুঁয়া চিকিৎসকের চেম্বারে বিভিন্ন অনিয়মের অপরাধে বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় ওইসব স্ব স্ব প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী ১ লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা: অপু মজুমদার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: রিয়াসাদ আজিম ছিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইনস্পেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের পেশকারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে চকরিয়া জমজম হাসপাতালকে নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সকল চিকিৎসা দেওয়া এবং পরীক্ষা করানো থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব ও লাইফ ডেন্টাল কেয়ারকে যথাযথ লাইসেন্স গ্রহণ না করাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযান চলাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া থানা পুলিশ।