Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ার ভরারচর খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীর ভরারচর খাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম মোহাম্মদ ইসমাইল (১৫)। সে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকার মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভরারচর খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা লাশটি মোহাম্মদ ইসমাইলের বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, মোহাম্মদ ইসমাইলকে সপ্তাহখানেক ধরে ছাইরাখালী স্টেশন, গাবতলী বাজার, হাঁসেরদিঘি স্টেশনে ঘোরাফেরা করতে দেখেছেন। তাঁর চলাফেরা স্বাভাবিক ছিল না। আজ লাশ উদ্ধারের পর দেখা যায়, সেটি ইসমাইলের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে লাশের শরীরে জখমের চিহ্ন নেই। তবুও ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি বলেন, নিহত ইসমাইলের স্বাভাবিক চলাফেরা ছিল না। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাঁদের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

0Shares