
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে একটি পরিবারের বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ওই এলাকার ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ৯ টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ মানিকপুর বাজার পাড়া এলাকায় ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা খাদ্য অধিদপ্তরে কর্মরত শওকত আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আমার বাড়ি ছাড়াও প্রতিবেশি আবু তাহের, নুরুল ইসলাম, সাইফুদ্দিন, মো. আসফাক উদ্দিন, রবিউল আলম, মো. নাছির উদ্দীন, মো. সরওয়ার আলমের বাড়ি সম্পুর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আমাদের সাত পরিবারের বাড়ি পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে। এসময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি করে চাউল ও দুটি কম্বল, দুই বান করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।