👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাসহ পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) ভোররাতে থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ দুপুরে চকরিয়া থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই জাকির হোসেন, এসআই নাছির আহম্মদ, এসআই রাজীব কুমার সাহা ও থানার এএসআই আনোয়ার হোসেন, এএসআই পারভেজ মাহামুদ সঙ্গীয় পুলিশের টিম পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাসহ পরোয়ায়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মৌলভী আবুল হোসাইন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবদুল আলীম (৪০), উপজেলার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮), চকরিয়া পৌরসভা ২নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়াস্থ হালকাকারা এলাকার মোহাম্মদ হাসেমের ছেলে মো: তারেক (২২), চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭) ও চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ার মৃত ইউসুফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার এসব আসামীকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।