👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাসী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশও উদ্ধার কাজে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে ভেতর থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এক পর্যায়ে দুটি রেকারের সাহায্যে বাসটি টেনে তোলার পর বাসের নীচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানিয়েছেন, হানিফ পরিবহনের বাসটিতে ড্রাইভার হেলপারসহ ৪০ জনের মতো ছিলেন। বাসটির ড্রাইভার লোহাগাড়া উপজেলার চুনতি মিডওয়ে ইন নামক একটি রেস্টুরেন্টে বিরতি শেষে সোয়া ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। এসময় বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে লাফ দেন। কেউ কেউ উল্টে যাওয়ার পর তাড়াহুড়ো করে যেভাবে পেরেছেন বের হন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।