👤 ইউছুফ বিন হোছাইন, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ায় এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মো. শফিকুল ইসলাম।
ছিনিয়ে নেওয়া আসামির নাম সাজ্জাদ হোসেন (২৫)। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকা থেকে একটি সিআর মামলার আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেন থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। আসামি সাজ্জাদকে পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় তোলার সময় স্বজনেরা তাকে ছিনিয়ে নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রোববার রাতেই পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ৪-৫জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেছেন এসআই সঞ্জীব পাল। আজ সোমবার দুপুরের দিকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি বলেন, ছিনিয়ে নেওয়া আসামি ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে আজ সোমবার রাত ১০ টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানতে চাইলে এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় অতর্কিত অবস্থায় হামলা করে তাঁর স্বজনেরা। এসময় আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এঘটনায় তাকে প্রত্যাহারের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।