Search
Close this search box.
Search
Close this search box.

২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য জাফর আলম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২১ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আনোয়ারুল কবির এই আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় সাতদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত । আজ মঙ্গলবার রিমান্ড শেষে পুলিশ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জাফর আলমকে চকরিয়া আদালতে আনা-নেওয়াকে কেন্ত্র করে গত এক মাস ধরে উত্তেজনা চলছে। গত ১৮ জুন জাফর আলমকে আদালতে আনা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে পৌরসভার মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। একই সময়ে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে। গত ২ জুলাই রিমান্ডের জন্য জাফর আলমকে পেকুয়া থানায় নেওয়া হলে শাস্তির দাবিতে সেখানে ঝাড়ু মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ২৭ এপ্রিল ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে। তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়ে হেরে যান।

জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

0Shares