Search
Close this search box.
Search
Close this search box.

পুলিশকে মেরে পালানো সাজ্জাদ কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার

পুলিশকে মেরে পালানো সাজ্জাদ হোসেনকে কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আজ বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদ হোসেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।

চকরিয়া থানা পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন থেকে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর তাকে সিএনজি চালিত অটোরিকশায় তোলার সময় সাজ্জাদের স্বজনেরা হামলা করে পুলিশের কাছ থেকে সাজ্জাদকে ছিনিয়ে নেয়। এঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও ৪-৫জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেন। সোমবার দুপুরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রহণ করতে চকরিয়া থানা থেকে কক্সবাজার গেছেন। চকরিয়ায় আনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ওসি বলেন, মামলাটির অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

0Shares