Search
Close this search box.
Search
Close this search box.

চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক রাসেল 

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রামের বেসরকারি শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকায়।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম মহানগরীর চকবাজার কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সানাউল্লাহ তার হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। অনুষ্ঠানে কলেজের কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিমসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পরিপত্রে কলেজের নতুন পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি সাংবাদিক আবু মোশাররফ রাসেল (ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত), বিদ্যোৎসাহী সদস্য পদে মো. শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য (সভাপতি কর্তৃক মনোনীত), শিক্ষক সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) এবং পদাধিকার বলে অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি চট্টগ্রাম অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শারীরিক শিক্ষায় বিশেষায়িত প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে বিপিএড (ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন) ডিগ্রিধারী অসংখ্য শিক্ষার্থী ক্রীড়াশিক্ষা ও প্রশিক্ষণে অবদান রেখে চলেছেন।

0Shares