Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতের নির্দেশ বিভাগীয় কমিশনারের 

প্রথমবারের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ পরিদর্শনে এসেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ  জিয়াউদ্দিন। গতকাল রোববার (১৩ জুলাই) দুপুরে তিনি চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। 

পরে দুপুর বারোটায় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বিভাগীয় কমিশনার সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে করার আহবান জানান। বলেন, সরকারি উন্নয়ন কাজের শতভাগ সুফল জনগণ যাতে ভোগ করতে পারে সেইজন্য টেকসই কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সরকারি বরাদ্দে চলমান উন্নয়ন কাজের কার্যক্রমের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে হবে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন দুপুর একটার দিকে চকরিয়া পৌরসভার সার্বিক কার্যক্রম ও পৌরসভার চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। ওইসময় তিনি পৌরসভায় সেবা নিতে আসা বেশ কজন নারী-পুরুষের সঙ্গেও কথা বলেন।

ওইসময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, সরকারি সেবা প্রাপ্তি জনগণের নাগরিক অধিকার। এই সেবা উপজেলা প্রশাসন থেকে হোক বা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে হোক। জনপ্রতিনিধি শুন্য স্থানীয় সরকারের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গুলোতে জনগণ যাতে সেবা পেতে কোনধরনের বিড়ম্বনার শিকার না হয় সেইজন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। 

তাঁর আগে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌঁছালে চকরিয়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় চকরিয়া পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares