Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালুর উম্মুক্ত নিলাম

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ উত্তোলনকৃত বালু জব্দ করা হয়। 

গত ১০ জুলাই প্রশাসনের জব্দকৃত ওই বালু নিলামের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরই আলোকে উপজেলা প্রশাসন জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু প্রকাশ্যে নিলামে তুলেছে প্রশাসন।

রোববার (১৩জুলাই) বিকেলে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আমান্যাচর বেতুয়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলাম দেয়া হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এই বালু নিলাম কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করেন।

উক্ত বালু নিলামে চিরিংগা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আবুল মনসুর আহমেদ, ভ্রাম্যমাণ আদালতের পেশকার, থানা পুলিশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে তোলা ও অভিযান কর্তৃক জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু উম্মুক্ত নিলাম দেয়া হয়। উক্ত নিলামে মোট ৩৬জন ব্যক্তি অংশ গ্রহণ করেন। এতে বালুর সর্বোচ্চ দর হিসেবে ৭ লাখ ৮০ হাজার টাকায় নিলামে উঠেছে। নিলামে অংশ গ্রহণকারী ৩৬ জনের মধ্যে থেকে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মো: ফরিদুল আলম নামে সর্বোচ্চ ডাককারী হিসেবে তিনি বালু নিলামে পেয়েছেন।

0Shares