👤 বার্তা পরিবেশক
গত ১৩ জুলাই একটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালে আমাদের জড়িয়ে একটি ভিত্তিহীন,মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। এরকম একটি ঢাহা সংবাদে আমাদের পাশাপাশি এলাকার মানুষও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করেছে। আমাদের জড়িয়ে শিলখালী ইউনিয়নের আলেকদিয়াপাড়ায় একটি বাড়ি ভাঙচুর এবং জমি দখলের অভিযোগ তুলেছে নিউজে। মূলত অভিযোগকারী মোরশেদুল আলম, পিতা মোহাম্মদ হোসেন হচ্ছে মূল জবরদখলকারী ও ঝগড়াটে ব্যক্তি।
এখানে বলে রাখা ভালো, মোরশেদুলের বাড়ি আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া। ওয়াশরুমের পাইপ টানা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে গত ১২জুলাই পেকুয়া থানায় বৈঠক হয়। থানার এসআই শাহীনুর রহমান দু'পক্ষের বক্তব্য শুনে বিষয়টি মিমাংসা করে দেন। মীমাংসিত এই বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন কুচক্রী ব্যক্তি মোরশেদুলদের উসকানি দিয়ে আবার আমাদের মানক্ষুন্ন করার জন্য নিউজটি করিয়েছে। অথচ আমাদের ভাইয়েরা সবাই চট্টগ্রাম শহরে নিজ নিজ কর্মস্থলে থাকি এবং প্রতিষ্ঠিত। বাড়ি ভাঙচুর ও জবরদখলের মতো কোনো ঘটনাই যেখানে ঘটেনি, সেখানে কারও জড়িত থাকার প্রশ্নেই আসে না। এধরণের ভুয়া, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মারুফুল ইসলাম
সর্ব পিতা: নুরুল ইসলাম, সাং-আলেকদিয়াপাড়া, ২নং ওয়ার্ড, ইউনিয়ন-শিলখালী, উপজেলা-পেকুয়া।