Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় মালবাহী ট্রাককে ট্রেনের ধাক্কা, আহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ট্রাক চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি মছনিয়াকাটা রেলক্রসিং পার হচ্ছিল। ওই সময় গেটম্যান মোহাম্মদ শরীফ সড়কের দুই পাশ আটকাননি। তিনি সেখানে ছিলেন না এবং সংকেত দেননি। ওই সময় বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়াগামী মালবাহী একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। গুরুতর আহত হন ট্রাকের চালক ও তাঁর সহকারী। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রেলওয়ের লোকজন বলেন, ট্রাকটিতে বিভিন্ন কোম্পানির পানীয় ছিল। ট্রেনটি নির্বিঘ্নে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে গেছে।

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, গেটম্যান রেল ক্রসিংয়ে না থাকায় ট্রেন আসার সংকেত দেওয়া হয়নি। এতে দুর্ঘটনাটি ঘটে।

তবে গেটম্যান মোহাম্মদ শরীফ দাবি করেন, তিনি গেটে ছিলেন। অন্যান্য সময় ট্রেন ক্রসিং এ পৌঁছার অনেক আগে সাউন্ড দেয়। আজ বৃষ্টি ছিল প্রচুর। সাউন্ডও দেয়নি। যখন সাউন্ড দিয়েছে তখন সময় ছিল খুব কম। ট্রেন পৌঁছার আগে ক্রসিংয়ের পশ্চিমের বেরিয়ার দিতে পারলেও পূর্বের বেরিয়ার দিতে পারিনি। এসময় ট্রাকটি পূর্বদিক থেকে রেললাইনে উঠে যায় এবং স্টার্ট বন্ধ হয়ে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে।

চকরিয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ চৌধুরী বলেন, বরইতলী রেলক্রসিংয়ে রেলওয়ের কেউ দায়িত্ব পালন করে না। ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীনে গেটম্যান হিসেবে একজন থাকেন। কেউ বলছে গেটম্যান বেরিয়ার ফেলার পরও ট্রাক রেললাইনে উঠে গেছে আবার কেউ বলছে গেটম্যান ছিলেন না বা সংকেত দেননি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর। আহতদের নাম-ঠিকানা পাননি বলে জানান ওসি।

0Shares