👤 এম জিয়াবুল হক, চকরিয়া
পরিবার-পরিজন শুভানুধ্যায়ী সকলের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ।
গতকাল বুধবার ১৬ জুলাই দুপুর দুইটায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আরিফ চেয়ারম্যানকে বিদায় জানাতে তাঁর নামাজে জানাজায় শোর্কাত মানুষের ঢল নামে। এর আগে বুধবার সকাল ১১টা থেকে বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে লোকারন্য হয়ে যায়। জানাজার ১০মিনিট বাকি থাকতে কোথাও তিল পরিমান জায়গা ছিল না। যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করেছে। বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়মাঠ, বাজার এলাকা ছাড়িয়ে পাশ্ববর্তী উঁচু দালানগুলোসহ বিভিন্ন রাস্তায় নামাজ আদায় করেছে।
গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরখালী ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোসাইন আরিফ। বিকেল ২টা ও তিনটায় দুইদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এই জনপ্রতিনিধিকে।
এরআগে ইউপি চেয়ারম্যান নুরে হোসাইন আরিফের জীবনী নিয়ে স্মৃতিচারণ করে নামাজে জানাজায় সমবেত মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন তার বড় ভাই নুরে হাবিব তছলিম, বদরখালী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, জামায়ত নেতা আবদুল্লাহ ফারুক, ইউপি চেয়ারম্যান মাইনুউদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, এডভোকেট রবিউল এহেসান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও হেফাজ সিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।