👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
পেকুয়ায় ৫০০ পিস ইয়াবাসহ মো. আবছার উদ্দিন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাঁর কাছ থেকে পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (১৬ জুলাই) রাত পৌনে সাতটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. আবছার পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।