Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় জিপ-বাসের মুখোমুখি সংঘর্ষে এক বিক্রয় কর্মী নিহত, আহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় জিপগাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি কোম্পানির বিক্রয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন জিপগাড়ির চালকসহ দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফরিদুল আলম (৫০)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার মৃত আব্দুলগনির ছেলে। তিনি আকিজ বেভারেজ কোম্পানির বিক্রয় কর্মী। আহতেরা হলেন চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার আব্দুল হাকিম (৪৫) ও কাজীরপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে সাকিব উদ্দিন (২০)। আহতদের মধ্যে আব্দুল হাকিম জিপগাড়ির চালক ও সাকিব উদ্দিন নিহতের সহকারী। আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে ডুলাহাজারা থেকে চকরিয়াগামী একটি জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপগাড়ির চালক আব্দুল হাকিম, আকিজ কোম্পানির বিক্রয় কর্মী ফরিদুল আলম ও তাঁর সহকারী সাকিব উদ্দিন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদুলকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে জিপগাড়ি ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ পরিবারকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

0Shares