Search
Close this search box.
Search
Close this search box.

পুত্রের চোখে রসায়নের বিশ্ব

পুত্রের পানে তাকিয়ে বললাম,আহ! মরণ।
রসায়নে যেমন তেমন, আন্তর্জাতিকে ঊর্ধ্বগমন।

তবে এবার বুঝছি আমি, কিসে তোমার এতো ভয়!
নন্দন তোমার হাজির থাকতে আর কোনো চিন্তা নয়।

রসায়নে যেমন, পরমাণুর বন্ধনে গড়ে বিশ্বসম্ভার,
আন্তর্জাতিকে জাতিসংঘ ভবিষ্যতের গেমচেঞ্জার!
কেমিক্যাল যেমন গড়ে নতুন নতুন রিয়্যাকশন,
তেমনি বিশ্ব বদলায় ডিপ্লোমেটিক অ্যাকশন।

বন্ধন শুধু রসায়নে নয়, কূটনীতিতেও লাগে,
রসায়নে রিয়্যাকশন, বিশ্বের ভাষায় আলোচনা আগে।

রসায়নের অণু-পরমাণুতে নেই যার জ্ঞান,
আন্তর্জাতিক বিশ্ব নিয়ন্ত্রণে মহাশয় শূন্যপ্রাণ।

হয়েছে বাবা, থামাও এবার তোমার বিদ্যাভাণ্ডার,
বুঝে গেলাম বিশ্ব হাতের মুঠোয় জেনারেশন আলফার।
ছেলে আমার পণ্ডিত মশাই; ছন্দে থাকে বেশ,
হেসেখেলে, খেলাধুলায় সারাবেলা করে শেষ।

0Shares