Search
Close this search box.
Search
Close this search box.

সরকারি অফিসে প্রকাশ্যে ধুমপান করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা

সরকারি অফিসে বসে প্রতিনিয়ত ধুমপান করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন। অফিস চলাকালীন সময়ে প্রকাশ্যে এই ধুমপানের ভিডিও ধারণ করেন এই প্রতিবেদক।

সম্প্রতি তিনি তার কর্মস্থল চকরিয়া উপজেলা সমবায় অফিসে বসে প্রকাশ্যে ধুমপান করেন। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করেন এই প্রতিবেদক।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে প্রকাশ্যে ধুমপান করছেন উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন। এ সময় তাঁর সামনে কয়েকটি ফাইল রয়েছে। ডান হাতে কলম নিয়ে কি যেনো লিখছিলেন। আর বাম হাতে সিগারেট নিয়ে ধুমপান করছিলেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে তাঁর ডেস্কের নিচে থাকা ছাইদানিতে সিগারেট নিভিয়ে দিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক ধুমপান করেন এ কর্মকর্তা। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধুমপান করেন তিনি।

তবে এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভাই আপনি আমার ভাই। আপনিতো এটা মাইন্ড করলে হবে না। আপনি আমাকে ফোনে যদি এটা বলেন, হবে?

সরাসরি অফিসে বসে এভাবে ধুমপান করতে পারেন কিনা জানতে চাইলে তিনি একটা মিটিংয়ে আছি বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভিডিও দেখে বলতে পারবো এ সংক্রান্ত কি আইন আছে। অফিসে সেবা গ্রহীতারা থাকে। তাছাড়া একজন সরকারি কমকর্তা অফিসে সেটা কখনোই করতে পারেননা। আমরা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিব।

129Shares