👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
গতকাল মঙ্গলবার ভোরে মগনামা ইউনিয়নের মহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, খাইরুল এনাম আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে মহুরীপাড়া মসজিদ থেকে বের হলে পুলিশ তাকে ঘিরে ফেলে। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ওসি বলেন, খাইরুল এনামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।