Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে নলকূপের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কক্সবাজারের ঈদগাঁওয়ে নলকূপের গর্তের পানিতে ডুবে মাজেদুল ইসলাম মাহিন নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার  দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন ওই এলাকার সৌদি প্রবাসী আবু শামার ছেলে।

পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা বলেন, দুই দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খনন করা গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারনে বৃষ্টি হলে এ গর্তে পানি জমে যায়। শিশু মাহিন পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0Shares