👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভেন্ডিবাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী লেনে গিয়ে একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, আহতদের সেখানে ভর্তি করা হয়নি। দুটো বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়েও আহতদের পাওয়া যায় নি। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে আহতদের চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুপুর আড়াইটার দিকে বলেন, এখন পর্যন্ত আহতদের খোঁজ পায়নি পুলিশ। তবে আহতেরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।