👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় টিনের চালা কেটে বসতঘরে ঢুকে এক শিক্ষকের অন্তত তিন লাখ টাকা লুট করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী শিক্ষকের নাম জাকিয়া ইয়াসমিন। তিনি চকরিয়া উপজেলার বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জাকিয়া ইয়াসমিন বলেন, বাড়িতে আমি একা ছিলাম।স্বামী নেই, সন্তানরা বাইরে পড়াশোনা করেন। রাত দুইটার দিকে টিনের চালা কেটে রান্নাঘরে ঢুকে একদল দুর্বৃত্ত। রান্নাঘরের সঙ্গে বসতঘরের একটি দরজা আছে। দা দিয়ে কাঠের দরজাটি কেটে বসতঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর একজন দুর্বৃত্ত আমার বুকের ওপর বসে মুখ, কান, গলা চেপে ধরে আরেক দুর্বৃত্ত কোমর থেকে আলমিরার চাবি নিয়ে নেয়। এসময় আলমিরা খুলে নিচের ড্রয়ার থেকে আড়াই লাখ টাকা, উপরের ড্রয়ার থেকে ৩০ হাজারসহ প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি লুট করে। টাকা হাতে পাওয়ার পর তাঁরা বসতঘরের মূল দরজা দিয়ে বের হয়ে যায়। তবে কোনো জিনিসপত্র নিয়ে যায়নি।
এতো টাকা বসতঘরের আলমিরায় রাখা প্রসঙ্গে প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন বলেন, বদরখালীর কুতুবদিয়া পাড়ায় একটি এলপিজি গ্যাস পাম্প আছে। ওটাতে আমার পরিবারের শেয়ার রয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচদিনের পাম্পের আড়াই লাখ টাকা আমার কাছে ছিল। ৩০ হাজার টাকা বিদ্যালয়ের। আর কিছু হাতখরচের খুচরা টাকা ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।