Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া উপজেলা বিএনপির নতুন সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মোবারক

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপিতে প্রবীণ রাজনীতিবিদ এনামুল হক সভাপতি ও এম মোবারক আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সম্মেলনের তিনদিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে এই দুজনের নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী। তিনি বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ কমিটি অনুমোদন দেন।

দীর্ঘ পাঁচ বছর পর গত ২৩ আগষ্ট চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সম্মেলনের তিনদিন পর ২৬ আগষ্ট দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। অবশ্য কাউন্সিল অধিবেশনে হাজারো নেতা-কর্মীর সামনে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এম মোবারক আলীর নাম ঘোষণা দিয়েছিলেন।

0Shares