
কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন রাজাখালীতে ৪০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘রাজাখালী উন্মুক্ত পাঠাগার’ ও ‘সামাজিক বিপ্লব’ নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলজি বাংলাদেশ এই মানবিক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
আজ বুধবার দুপুর ১২টায় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
জানা যায়, এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫-এর আওতায় জাতীয় উন্মুক্ত পাঠাগারের গ্রন্থাগার সম্পাদক আরফাতুল ইসলাম এ বছর অ্যাম্বাসেডর নির্বাচিত হন এবং তারই পরিকল্পনায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্ট ও ট্যাক্স) রেহানউদ্দিন। সভাপতিত্ব করেন ‘সামাজিক বিপ্লব’-এর উপদেষ্টা মো. আলী জাফর সাদেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি ম. ফ. ম. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এই সেলাই মেশিনগুলো সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এলজি বাংলাদেশের আন্তরিক সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না। আমরা চাই এই নারীরা যেন স্বাবলম্বী হয়ে তাদের পরিবারে অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনতে পারেন।’ তিনি আরও বলেন, ‘রাজাখালী উন্মুক্ত পাঠাগার ও সামাজিক বিপ্লবের এ যাত্রা এখানেই থেমে থাকবে না। আমরা বিশ্বাস করি, এই ৪০ জন নারীর সাফল্য আরও অনেককে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সমাজের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো ও স্বনির্ভরতার বার্তা পৌঁছে দিতে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।’
প্রধান অতিথির বক্তব্যে এলজি বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক রেহানউদ্দিন বলেন, ‘২০১৭ সাল থেকে এলজি বাংলাদেশ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই অংশ হিসেবে আমরা সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করছি, যার মূল উদ্দেশ্য হলো নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’ তিনি বলেন, আমাদের বিশ্বাস, এই সেলাই মেশিনের মাধ্যমে আপনারা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারবেন, যা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে এবং সমাজে আপনাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছৈয়দুল আলম, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছরওয়ার আলম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, রাজাখালী সিপিপি টিম লিডার মোহাম্মদ কবির আজাদ।
এলজি অ্যাম্বাসেডর আরফাতুল ইসলাম বলেন, ‘এলজি বাংলাদেশের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করতে পেরে আমরা গর্বিত। সারা দেশ থেকে নির্বাচিত পাঁচজন অ্যাম্বাসেডরের একজন হতে পারাও আমার জন্য একটি বড় অর্জন। ভবিষ্যতে আরও ভালো প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’