Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় নোয়াহ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং সিটি গেট এলাকায় নোয়াহ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নোয়াহ গাড়ির চালকসহ আরও চারজন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম ও লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মনছুর (৪২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার রফিক আহমদের ছেলে।

আহতদের মধ্যে নোয়াহ গাড়ির চালকের নাম পাওয়া গেছে। তাঁর নাম মোহাম্মদ আরিফ (৪০)। তিনি চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় এলাকার আবু তাহেরের ছেল।

আহত মোহাম্মদ আরিফ সাংবাদিকদের বলেন, জাঙ্গালিয়ার ঢালা পার হয়ে সিটি গেট এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান খুব দ্রুত গতিতে ভুল লেন দিয়ে এগিয়ে আসছিল। আমি কাভার্ডভ্যানকে সিগনাল দেয়ার পাশাপাশি হাতেও ইশারা করছিলাম। কিন্তু কাভার্ডভ্যানটি মুখোমুখি ধাক্কা দিলে আমার নোয়াহগাড়ি মহাসড়কের পূর্ব পাশে ও কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে নোয়াহ গাড়ির সবাই আহত হন। এরমধ্যে হাসপাতালে নেওয়ার পর মনছুর আলম নামের একজন নিহত হন। অন্য তিনজন চিকিৎসা নিচ্ছেন। আমি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি ভুল লেনে গিয়ে কক্সবাজারমুখী নোয়াহগাড়িকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি দুই দিকে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হন ও চালকসহ চারজন আহত হস। খাদ থেকে গাড়ি দুটি ক্রেন দিয়ে তুলে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন।

0Shares