Search
Close this search box.
Search
Close this search box.

রোগীর মাঝে কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের নির্দেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ও ভর্তি হওয়া রোগীদের মাঝে কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শেখ ফজলে রাব্বী। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। 

আজ বুধবার দুপুরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালে ভর্তি ও জরুরি বিভাগে আগত রোগীর মাঝে দেওয়া চিকিৎসা সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেছেন। 

ওইসময় ভর্তি হওয়া বেশকিছু রোগী সরকারি বরাদ্দে হাসপাতালে দেওয়া খাবার মান নিয়ে বিভাগীয় পরিচালকের কাছে অভিযোগ তুলে ধরেন। ওইসময় হাসপাতালে রোগীর খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদার বিষয়টি আচ করতে পেরে কৌশলে সেখান থেকে লাপাত্তা হয়ে যান। এর আগে বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী হাসপাতালে পৌঁছলে তাঁকে হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা- কর্মচারীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন। 

পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে কর্মরত চিকিৎসক, সিনিয়র নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিভাগীয় পরিচালক ডা: শেখ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম মোস্তফা।

জানতে চাইলে চকরিয়া উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, একশ শয্যায় উন্নীত হলেও এখনো পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল পায়নি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপরও স্বল্প জনবল নিয়ে ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে।  হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার মান সরাসরি প্রত্যক্ষ করে সন্তোষজনক প্রকাশ করেছেন বিভাগীয় পরিচালক । তিনি এসময় হাসপাতালে ভর্তি হওয়া ও জরুরি বিভাগে আগত রোগীদের মাঝে কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।

0Shares