Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পেছন থেকে ধাক্কা মাইক্রোবাসের, মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে নুরুল আজিম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। তাঁর বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকায়। এঘটনায় নুরুল আজিমের ভাতিজি মুবিনা আকতার গুরুতর হন। তাকে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ জানায়, আজ শনিবার সকালে নুরুল আজিম মোটরসাইকেলের পেছনে তাঁর ভাতিজি মুবিনা আকতারকে নিয়ে রামু থেকে খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির উদ্দেশ্যে রওনা দেন। সকাল ১০টায় মোটরসাইকেলটি ফুলছড়ি গেট এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (নোয়াহ গাড়ি) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর মাইক্রবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন নুরুল আজিম ও তাঁর ভাতিজি মুবিনা আকতার। নুরুল আজিম ঘটনাস্থলে মারা যান এবং মুবিনা আকতারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাইক্রোবাস ও মোটরসাইকেল একই লেনে চট্টগ্রামমুখী ছিল। মাইক্রবাসের চালক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নুরুল আজিম নিহত হন ও মোটরসাইকেল আরোহী তাঁর ভাতিজি মুবিনা আকতার গুরুতর আহত হন। মাইক্রবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

মেহেদী হাসান বলেন, মাইক্রোবাসের চালককে সনাক্ত করা যায়নি। তবে মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

0Shares