
চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ৭ টায় থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি চকরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আমি ২৪ আগস্ট থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।
এসময় সাংবাদিকেরা পুলিশের পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম কর্মীরা সবসময় সহযোগিতা করবে। উপজেলার মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অবৈধ কর্মকাণ্ড প্রতিকারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন চকরিয়ায় কর্মরত সাংবাদকর্মীবৃন্দ।