Search
Close this search box.
Search
Close this search box.

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁও উপজেলা বিএনপির আনন্দ র‍্যালি ও সমাবেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশাল র‍্যালিতে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক সেলিম মাহমুদ।

র‍্যালিটি দলীয় অফিস থেকে শুরু করে চট্টগ্রাম- কক্সবাজার মহসড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্চাসেবকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রচুর নেতা-কর্মী অংশ নেন। 

সংক্ষিপ্ত সমাবেশে আবুল কালাম বলেন, শুরু থেকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী আন্দোলন সংগ্রাম ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আগামীতেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি আবারও ক্ষমতায় আসবে। 

0Shares