
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে পৌরসভার মগবাজার এলাকার আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ণ দেব।
অভিযানে গিয়ে দেখা যায়, বেকারির ভেতরে নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে এবং তা সরাসরি বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, ‘খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেকারির পণ্য শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ প্রতিদিন খায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার থেকে ডায়রিয়া, হেপাটাইটিস, টাইফয়েডসহ নানা রোগ ছড়াতে পারে। তাই কেবল অভিযানে সীমাবদ্ধ না থেকে নিয়মিত স্বাস্থ্য তদারকি প্রয়োজন।
অন্যদিকে স্থানীয় ভোক্তারা অভিযোগ করেন, চকরিয়ার বিভিন্ন এলাকায় বেশ কিছু বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছে। তাদের ভাষায়, আমরা বাধ্য হয়েই এসব খাবার কিনি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালালে বেকারি মালিকেরা সচেতন হবে।
এ বিষয়ে স্থানীয় একটি বেকারির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সব বেকারি একই ধরনের অপরাধে জড়িত নয়। তবে যেসব প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি যারা নিয়ম মেনে কাজ করছে, তাদের জন্য উৎসাহব্যঞ্জক পদক্ষেপ থাকা দরকার।’