Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া সিটি কলেজে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ

চকরিয়া সিটি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ও দরিদ্র আট শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২সেপ্টম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুদ্দীন ফরায়েজী শিক্ষার্থীর কাছে বই তুলে দেন। বই বিতরণ সময়ে কলেজের অধ্যক্ষ মো. সালাহউদ্দিন ও বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুদ্দীন ফরায়েজী বলেন- কলেজের অনেক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী রয়েছে, যাদের পরিবার সন্তানদের পড়ালেখার খরচ জোগাড় করতে হিমশিম পোহাতে হয়। এসব দরিদ্র পরিবারের সন্তানদের যাচাই-বাচাই করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কলেজ থেকে বই উপহার এসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সত্যিকারর্থে বড় পাওয়া বলে মনে করি।

পাঠ্যবই পেয়ে দু’শিক্ষার্থী বলেন- কলেজ কর্তৃপক্ষ বই উপহার দিয়ে যে ভাবে পাশে দাঁড়িয়েছেন তা আজীবন স্মরণ রাখবো। যখন নিজেদের পায়ে দাঁড়াতে পারব তখন আমরাও একদিন এ ভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।

0Shares