
চকরিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ও মিছিলে উপজেলা, পৌরসভা ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান কমিটির অসংখ্য ছাত্রনেতা অংশ গ্রহণ করে। এ যেন নতুন-পুরোনোর এক মিলনমেলা।
সোমবার (১সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চকরিয়া থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সের সামনে নবগঠিত উপজেলা ছাত্রদলের স্বাগত মিছিল উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হয়।
পরে সিস্টেম কমপ্লেক্স থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে পৌরশহরের মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে গিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এই বর্ণাঢ্য স্বাগত মিছিলে নেতৃত্ব দেন।
স্বাগত মিছিলের পূর্বে সিস্টেম কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, চকরিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাকন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, চিরিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তারেক, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম নুরুল হক রিটু, সাবেক সভাপতি এ এম ওমর আলী, চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, আকতার ফারুক খোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবুল।
এছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, সদস্য সচিব নুরুল আবছার রিয়াদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহাদাত নাদিম অভি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম জাহেদ, ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রেজাউল করিম হৃদয় প্রমুখ।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এ সংগঠন সৃষ্টির পর থেকে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এবং শিক্ষার্থীদের ন্যায্য মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের ভূমিকা অবিস্মরণীয়। দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে ছাত্রদলের ত্যাগ ও ভূমিকা ছিল অবিচল। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে অতীতে যেমন রাজপথে ছিল, তেমনি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।
তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে শুধু অপরাজনীতি চর্চা হয়েছে। দেশে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল নিরলস কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও করে যাবে। তবে আজকের উপজেলা ছাত্রদলের স্বাগত মিছিলে যেসব নেতৃবন্দরা এসে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অনুপ্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।