👤 সেলিম উদ্দীন, ঈদগাঁও
বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় নারী সমাজের মর্যাদা, অধিকার ও সুযোগ নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। বিএনপি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সর্বাত্মক ভূমিকা রাখবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
লুৎফর রহমান কাজল বলেন, ‘বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগেই জনগণের কল্যাণে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করে আমাদের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন, সবার আগে দেশ ও নিরাপদ বাংলাদেশ।'
এদিন দুপুরে তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী গোমাতলী গ্রামে মরহুম পিতা-মাতার কবর জিয়ারত এবং ডুলা ফকির (রঃ) কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সহসভাপতি আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা আবদুল কাদেরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।