👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন ১৫টি সাংগঠনিক ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী ও সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রেজাউল করিম বাপ্পী ও আব্দুল্লাহ আল নোমান বলেন, সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ও আগামী নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে নতুন কমিটি বিকল্প নেই। এ কারণে ইউনিয়ন ও ওয়ার্ডের ১১৪টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি পুর্নগঠন করা হবে। শিগগির এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।