Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোশাক বিতরণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন রাজঘাট বনবিটে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের (বন পাহারাদার) মাঝে পোশাক বিতরন করা হয়েছে। 

‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার রাজঘাট বিট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম, গজালিয়া সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তফা কামাল, হেডম্যান ফিরোজ আহমেদ ও ক্যাম্পেরচর সহযোগিতামূলক বনব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ জাহানসহ টহল দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

18Shares