
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সঃ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
৬ সেপ্টেম্বর (শনিবার) বিদ্যালয়ের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মিলনায়তনে হযরত মুহাম্মদ (সঃ) জন্ম ও জীবনী নিয়ে আলোচনা, হামদ-নাত, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক জয়নুল আবেদীন ও ইমরান বাইতুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শফিউল আলম শফি। এসময় মুখ্য আলোচক হিসেবে ছিলেন তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষক রশিদ আহমদ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রশিদ আহমদ রশিদ ও আহসান হাবিব সোহাগ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক (ধর্ম) জয়নুল আবেদীন। ফলাফল তৈরীতে ছিলেন সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিটু ও তপন কান্তি তালুকদার এবং প্রতিযোগিদের সহযোগিতা করেন সহকারী শিক্ষক জয়শ্রী দেবী ও আব্দুল মোনাফ।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রশিদ আহমদ রশিদ।