Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বেপরোয়া গতির পিকআপের চাপায় অটোরিকশা চালক নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ির চাপায় ওসমান গণি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওসমান গণি সিএনজি চালিত একটি অটোরিকশার চালক ও চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মৃত আবুল হাশেমের ছেলে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশন এলাকায় পিকআপ গাড়ির চাপায় ওসমান গণি আহত হন। আজ শনিবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওসমান গণির ছোট ভাই আবু হানিফ বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মহাসড়কের বানিয়ার ছড়া স্টেশনে ওসমান গণি রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান মারা গেছেন।

পিকআপ গাড়ির চাপায় ওসমান গণির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন। তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক পিকআপ গাড়িটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0Shares