👤 আরমান মোহাম্মদ রাফি
কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৯০ শিক্ষার্থীর মধ্যে নিম ও শজনেগাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও চকরিয়া গ্রামার স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় প্রথম আলো চকরিয়া বন্ধুসভা চারা বিতরণের এই আয়োজন করে।
চারা পাওয়ার পর হাত উঁচিয়ে শিক্ষার্থীরা বাড়ির আঙিনায় রোপন করে পরিবেশ রক্ষার অঙ্গিকার করে।
[caption id="attachment_8325" align="alignnone" width="2560"] চারা হাতে নিয়ে বাড়ির আঙিনায় রোপন করে পরিবেশ রক্ষার অঙ্গিকার করে শিক্ষার্থীরা। ছবি সমুদ্র সংবাদ [/caption]
চারা বিতরণের আগে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আরমান মোহাম্মদ রাফি।
স্বাস্থ্যের জন্য গাছ দুটির উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ শফিকা আকতার ছিদ্দিকা। তিনি বলেন, নিমগাছের পাতা, ডাল ও রস নানা কাজে লাগানো যায়। বিশেষ করে মানুষের ত্বক, চুল ও খুশকি দূর করে। হজমশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। একইভাবে শজনে পাতায় প্রচুর ভিটামিন-সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ফসফরাস রয়েছে। শজনে ডাঁটাতেও প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে।
[caption id="attachment_8326" align="alignnone" width="2560"] চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিম ও শজনেগাছের চারা বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ শফিকা আকতার ছিদ্দিকা, সাংবাদিক এস এম হানিফ, শিক্ষকবৃন্দ ও বন্ধুসভার সদস্যরা। ছবি সমুদ্র সংবাদ [/caption]
পরে বেলা একটার দিকে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থীদের মাঝে নিম ও শজনেগাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল মান্নান।
চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যের জন্য উপকারী হলেও গাছ দুটি এখন বিলুপ্তির পথে। পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যের সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাড়াতে হবে।
দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৪৫জন শিক্ষকের মাঝেও চারা বিতরণ করা হয়। এসময় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় নিম ও শজনেগাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে আরও অংশ নেন চকরিয়া বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি তাছিন রাজ্জাক আলভী, মোহাম্মদ হোসাইন প্রমুখ।