
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় বসতবাড়ির ছাদে রাখা ইটের স্তুপ ধসে পড়ে এক শিশু মারা গেছে। বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আইদা বিনতে হাসান (৯)। সে স্থানীয় প্রবাসী মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম বলেন, মোহাম্মদ হাসান প্রবাসী। তাঁর বসতবাড়ির ছাদে ইটের একটি স্তুপ রয়েছে। বিকেলে শিশু আইদা বাড়ির ছাদে খেলতে যায়। ইটের স্তুপের পাশে খেলার সময় হঠাৎ স্তুপটি ধসে শিশুটির মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বলেন, আইদা বাড়ির পাশের একটি হাফেজখানায় পড়ত। ইতিমধ্যে সে ১৫ পারা কোরআন মুখস্ত শেষ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারকে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।