
কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী বাংলালিংক টাওয়ার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঐ এলাকার সৌদি প্রবাসী কালু ও জসিমের যৌথ পরিবারের বসতঘরে ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আলমিরা ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, নগদ ৯১ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে পাশে থাকা তার অপর ভাই উসমানের ঘরে হানা দিয়ে তাকে মারধরপূর্বক ৯ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে মাইক্রোবাস যোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়। ফজরের আযান শেষ হওয়া পর্যন্ত এ ডাকাতি চলে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ডাকাতির ঘটনার বর্ণনা দেন। পরে তিনি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছেন বলে জানান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমান জানান, গ্রিল কেটে বসতঘরের মালামাল লুটপাটের একটি সংবাদ তিনি পেয়েছেন এবং এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান।