Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে বালুর গর্তের পানি পড়ে শিশুর মৃত্যু 

দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র বনের জমিতে অবৈধভাবে বড় বড় গর্ত করে বালু উত্তোলন করেছেন। সেই বালুর গর্তের পানিতে পড়ে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ প্রাথমিক প্রক্রিয়া শেষে লাশ মর্গে প্রেরন করেছে। 

মুনতাহা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম গজালিয়া রাজঘাট গ্রামের মোঃ সাগরের কন্যা। 

১০ সেপ্টেম্বর (বুধবার)  বেলা সাড়ে ১১ টার দিকে ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গেল বছর রাজঘাট বনবিট এলাকা থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু পাচার করে স্থানীয় হোছন মাঝি ও নুরুল হুদা নামের দু’ব্যক্তি। বালু তুলতে গিয়ে ঐ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়। সে গর্তের পানিতে পড়ে মুনতাহার মৃত্যু হয়েছে। 

পরিবারের দাবী, যারা বালুর গর্ত করেছে শিশুটি মৃত্যুর জন্য তারাই দায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ইসলামাবাদ ৯ নং ওয়ার্ড মেম্বার জুবাইদুল ইসলাম জুয়েল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0Shares