
কক্সবাজার জেলার চকরিয়ায় কাসফা বিউটি পার্লারে কাজ না শিখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা ফেরত পাওয়ার পাশাপাশি কাসফা বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাওন ইয়াছমিন সুমি নামের এক নারী।
অভিযোগের সূত্রে জানা গেছে, চকরিয়া হাসপাতাল সড়কে কাসফা বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি হানিফ আকতার চৌধুরীর স্ত্রী হাছনা হেনা দেখাশোনা করেন। গত মে মাসে এই বিউটি পার্লারে কাজ শেখার জন্য ভর্তি হন শাওন ইয়াছমিন সুমি নামের এক নারী। ৬ মাসের মধ্যে বিউটি পার্লারের কাজ শিখিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পার্লারের মালিক হাছনা হেনা ২০ হাজার টাকা হাতিয়ে নিলেও কোনো ধরণের কাজ শেখানো হয়নি ওই নারীকে। শুধুমাত্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী শাওন ইয়াছমিন সুমি বলেন, বিউটি পার্লারটিতে নানা অসামাজিক কার্যকলাপ চলে। এসব বিষয়ে না জেনেই কাজ শেখার জন্য ভর্তি হয়েছিলাম। পরে আমাকে কোনো ধরণের কাজ না শেখানোর কারনে টাকা ফেরত চাই। কিন্তু হেনা ও তাঁর স্বামী হানিফ টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। এমনকি হুমকি-ধমকিও দেন। এভাবে বিগত ৩-৪ মাস ধরে তাঁরা আমার সঙ্গে প্রতারণা করে আসছেন। আমার টাকা ফেরত পেতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগ প্রসঙ্গে জানতে কাসপা বিউটি পার্লারের স্বত্বাধিকারী হাছনা হেনা বলেন, তাঁর (শাওন ইয়াছিমন সিমি) সাথে চুক্তি ছিল দুই মাসের কিন্তু তিনি আমার পার্লারের কাজ শিখেছেন তিন মাস। বিউটি পার্লারের ভাবমূর্তি নষ্ট করতে এমন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছেন ওই নারী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।