
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সরওয়ার আলম সিকদার নতুন সভাপতি ও বর্তমান সম্পাদক মঈন উদ্দিন পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির সহসভাপতি পদে দিদারুল ইসলাম মজিদ নির্বাচিত হয়েছেন।
২০ সেপ্টেম্বর শনিবার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন, সম্পাদক পদে তিনজন এবং ৯ জন পরিচালকের (সদস্য) বিপরীতে ২২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ১৪৯০ সদস্যের (ভোটার) মধ্যে মোট ১৩৭৪ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শনিবার দিবাগত রাত একটার দিকে ভোট গননা শেষে বিজয়ী ও বিজিত প্রার্থীদের ভোটের ফলাফল লিখিতভাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
ঘোষিত ফলাফলে সমিতির (২০২৫-২০২৮) মেয়াদে সরওয়ার আলম সিকদার (চেয়ার) নতুন সভাপতি, দিদারুল ইসলাম মজিদ (মই) ও মঈন উদ্দিন (চাকা) পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সমিতির ৯টি ব্লকে পরিচালক (সদস্য) পদে বিজয়ী হয়েছেন জাফর আলম (জগ মার্কা ৮০১ ভোট), সাদ্দাম হোসেন (আম মার্কা ৭৮৭ ভোট), জিয়া উদ্দিন জিয়া (কাতাল মাছ মার্কা ৬২২ভোট), শওকত ওসমান ( চশমা মার্কা ৫৪১ভোট), বিকেএম নুরুল কাইছার (বই মার্কা ৫৪১ভোট), শাহাব উদ্দিন শাকিল (কবুতর মার্কা ৫২১ভোট), আবুল হাসনাত মোঃ পারভেজ মামুন (বৈদ্যুতিক বাল্ব মার্কা ৪৭৩ ভোট), কুতুব উদ্দিন (মোবাইল মার্কা ৪৬৬ ভোট) ও বেলাল উদ্দিন (টিউবওয়েল মার্কা ৪৫২ ভোট)।
২০২৫-২০২৮ মেয়াদের অনুষ্ঠিত বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি।
কমিটির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। সদস্যরা হলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ রমিজ উদ্দিন আহমদ ও জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক কবির আহমদ। ফলাফল গেজেটে তাঁরা স্বাক্ষর করেন।
তাঁর আগে সকালে ভোট গ্রহনের শুরুতে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন চকরিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে দায়িত্ব পালন করেন চকরিয়া থানা পুলিশের একটি টিম এবং আনসার বাহিনীর সদস্যরা।
এছাড়া ভোট গ্রহনের শুরু থেকে রাত একটায় ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী এলাকায় নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার চকরিয়া উপজেলা এবং কক্সবাজারের অন্তত শতাধিক সাংবাদিক।