
বসতভিটার সীমানা বিরোধের জেরে কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৫)। তিনি খাসপাড়া এলাকার ছাবের আহমদের ছেলে ও সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় লোকজন বলেন, বেশ কিছুদিন ধরে হারুনুর রশিদ বাপের ভিটায় নতুন বাড়ি নির্মাণ করছেন। এতে সীমানা নিয়ে বড়ভাই শেখ আহমদের সঙ্গে বিরোধ দেখা দেয়। আজ শনিবার সকালে নির্মাণ কাজ করার সময় শেখ আহমদ তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শেখ আহমদের ছেলে মো. খোকা অতর্কিত অবস্থায় হারুনের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত হারুনুর রশিদের ভাগিনা মোহাম্মদ কাজল বলেন, বসতভিটার সীমানা বিরোধের জের ধরে মামাকে হত্যা করা হয়েছে। অথচ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বৈঠকের আয়োজন চলছিল। এরমধ্যেই ছুরিকাঘাতে হত্যা করা হয় মামাকে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাকান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, হারুনুর রশিদের বুকের বাঁ পাশে একটিমাত্র ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বসভিটার সীমানা বিরোধ নিয়ে হারুনুর রশিদকে হত্যা করা হয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।